বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি 

শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়। ছবি: বাসস

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান বিন হাদি ছিলেন ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের একজন আপসহীন তরুণ নেতা ও অগ্রপথিক। তাকে হত্যার ঘটনাটি কেবল একটি প্রাণহানি নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ানক দৃষ্টান্ত, যা গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। 

স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে চারটি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো-হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত, পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা; হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বৃদ্ধি।

নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এসব দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমেই শহীদ হাদির আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা সম্ভব হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান।