বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল ডিএমপি

মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার রাত রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে এ সংবর্ধনা দেওয়া হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণ করেন। এ সময়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, 'আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হওয়া সৌভাগ্যের বিষয়।'

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, 'আপনাদের সম্মুখ যুদ্ধে এই দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল। সেই অনুপ্রেরণা ধারণ করেই আমাদের নতুন প্রজন্ম দেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। এই ঐতিহাসিক অর্জনগুলোর কারণে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অব্যাহত থাকবে। আপনাদের অনুপ্রেরণায় আমাদের দেশ আরও এগিয়ে যাবে।'

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর পুলিশ মুক্তিযোদ্ধা এ. টি আহমেদুল হক চৌধুরী (সাবেক আইজিপি ও পিএসসির চেয়ারম্যান), বীর পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) সহ আরও অনেক বীর পুলিশ মুক্তিযোদ্ধা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা সম্বলিত তথ্যনির্ভর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ, যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) ওসমান গনি (ডিআইজি), যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার নতুন প্রজন্মের পুলিশ সদস্যরা।