বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

ছবি : বাসস

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে টেলিভিশন কর্তৃপক্ষ।

আগামীকাল সকাল ৭টা ২০ মিনিটে শিল্পী, কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।

এছাড়া, সকাল ৯টায় আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘কর্ণফুলীর সাম্পান’, বেলা ১০টায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, বেলা ১১টায় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের ছন্দে মন আনন্দে’, দুপুর ২টা ৩৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্বপ্ন আগামীর’, বিকেল ৪টা ৪০ মিনিটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনায় অনুষ্ঠান ‘পাহাড়ে আনন্দ’, সন্ধ্যা ৬টায় সরাসরি সংগীতানুষ্ঠান, রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘জমিদারের জন্মদিন’ এবং রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান হাসি আনন্দে কিছুক্ষণ সম্প্রচারিত হবে।

এ ব্যাপারে বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) মো. ঈমাম হোসাইন বলেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ব্যতিক্রম। অনুষ্ঠানের মান-সংখ্যা যেমন বেড়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকও বেড়েছে। আয় বেড়েছে। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’