বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

দেশব্যাপী নৌ পুলিশের অভিযান : আটক ২৪৬, বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ 

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশব্যাপী নৌ পুলিশের ধারাবাহিক অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় ২৪৬ জনকে আটক করা হয়।

নৌ পুলিশ সদর দপ্ততের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানে মোট ৩ কোটি ৭ লাখ ৩১ হাজার ৫৯৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৯৬৮ কেজি মাছ, ৫০ হাজার পিস বাগদা রেণু পোনা এবং ৭৭০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ২৪২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৭৯টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং সাতটি ড্রেজার জব্দ করা হয়।

এতে আরো বলা হয়, সাত দিনব্যাপী অভিযানে মোট ২৪৬ জনকে আটক করা হয়। এ সময় ২৭টি মৎস্য আইন, আটটি বেপরোয়া গতি আইন, তিনটি অপমৃত্যু, একটি চুরি, একটি বালুমহাল, চারটি মাদক এবং দু’টি হত্যা মামলাসহ মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। 

জব্দকৃত অবৈধ জাল ও চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।