বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০২

লালবাগের চেয়ারম্যানঘাটের আগুন নিয়ন্ত্রণে

ছবি : বাসস

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগের চেয়ারম্যানঘাটের দুপুরের দিকে লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বিকেলে সংবাদ সমে¥লনে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, পুরান ঢাকার ইসলামবাগ এলাকার চেয়ারম্যানঘাটে অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনা করে অতিরিক্ত সহায়তার জন্য কন্ট্রোল রুমে অনুরোধ জানায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে পলাশী, হাজারীবাগ, সিদ্দিকবাজার, সদরঘাট এবং সদরঘাট নদী ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। নদী ফায়ার স্টেশনসহ মোট ৬টি স্টেশনের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলের কাঠামো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকার রাস্তাঘাট খুবই সরু হওয়ায় প্রতিকূল পরিবেশে এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে, জীবনঝুঁকি নিয়ে আমাদের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিকেল ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।

এলাকাটি আবাসিক নাকি বাণিজ্যিক এমন প্রশ্নে ছালেহ উদ্দিন বলেন, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এ ধরনের স্থাপনাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না। নিচে একতলা ইটের ভবনের উপরে টিন দিয়ে তৈরি বহুতল কাঠামো—যা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কোনো শ্রেণিতেই পড়ে না। কোথাও প্লাস্টিক দানা, কোথাও পলিথিন কেটে বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে, যা কোনো বৈধ কাঠামোয় পড়ে না।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিনির্বাপন শেষে সার্চ টিমের কাজ শেষ হলে হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।