শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের পাশে দাঁড়ালেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছে সংগঠনের একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ ছাড়াও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ৩২ হাজার ৮০০ টাকা খরচ করে বেজি ও কুকুর - বিড়ালকে খাওয়ানো প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।