শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দূতাবাসের সবার উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।
পরে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম বিশিষ্ট ইতালীয় নাগরিকদের অংশগ্রহণে ‘বিজয়ের ৫৪ বছর’ শীর্ষক একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী শহীদদের এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরাও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য তারা অন্তর্বর্তী সরকারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীরা দলগতভাবে কিছু দেশাত্মবোধক গান পরিবেশন করেন।