বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬

উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযানে গ্রেফতার ১৬

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ঠোঁট কাটা আলতাফসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য জানান। 

গ্রেফতাররা হলেন— মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৩৪), সাইফুল ইসলাম (৩৭), মো. আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), মো. ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), মো. ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও তাসলিমা (৪০)।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার অত্র থানা পুলিশ ২২ মামলায় অভিযুক্ত ঠোঁট কাটা আলতাফসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।