শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটি আজও বাস্তবায়িত হয়নি বলেই আমাদের আবার লড়াই করতে হচ্ছে। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে, শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।
আজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর বিজয়নগরে বিজয় চত্বরে এবি পার্টি উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে এবং এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রব জামিল এবং রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী বক্তব্য দেন।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতিকে একের পর এক লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, তার বাস্তবায়ন আজও হয়নি। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এখনো অধরা।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত উদ্যোগ এখন পর্যন্ত তেমন একটা চোখে পড়ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো হুমকির মুখে রয়েছেন। একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও তর্ক থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এসব ভিন্নমত অবশ্যই সম্মানের সঙ্গে হতে হবে।
চরিত্রহনন ও কাদা ছোড়াছুড়ির রাজনীতি বন্ধ না হলে গণতন্ত্র বিকশিত হবে না।