শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কলকাতা উপ-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন স্বাক্ষরিত ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি, ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারের বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দ্বিতীয় ধাপে বেলা ১১টার দিকে কলকাতার শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপ-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত একটি চিত্র অঙ্কন করেন।
তৃতীয় ধাপে সন্ধ্যায় উপ-হাইকমিশনের পরিবারের সদস্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।