বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির ‘রিল মেকিং’ কর্মসূচি

মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপির নতুন কার্যালয়ে ‘আমার ভাবনায় বাংলাদেশ : জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’ কর্মসূচির ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। ছবি: বাসস

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছে দলটি। আর এই কর্মসূচির নাম রাখা হয়েছে- ‘আমার ভাবনায় বাংলাদেশ : জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।

আজ মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপির নতুন কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

মাহাদী আমিন বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আমরা একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আমাদের এই আয়োজন শুরু হবে আজকে থেকে এবং এই প্রতিযোগিতা চলমান থাকবে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত।’

তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে দেশ এবং বিদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয় তাদের নিজ নিজ যে পরিকল্পনা, প্রত্যাশা, ভাবনা চিন্তা তা প্রত্যেকটি এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন। এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও যেখানে যেকোন কন্টেন্টের মাধ্যমে প্রত্যেক অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয় সেটি সাবমিট করতে পারবেন। যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা, হতে পারে নতুন কোন ভাবনা হতে পারে সুবিস্তৃত কোন পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণ মানুষের যে ভাবনা এবং পরিকল্পনা সেগুলোকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা।’

মাহাদী আমিন বলেন, ‘আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ প্রতিষ্ঠার মাধ্যমে চিন্তাগুলোকে পৌঁছে দিতে চাই এবং তৃণমূলের সাথে আমাদের শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যদি বিএনপি আসে, সেই দলের সকল পর্যায় নেতাকর্মীর একটি আন্তরিকতার এবং সৌহাদ্যের মেলবন্ধন তৈরি করতে চাই।  বাংলাদেশের সকল তরুণ তরুণী যুবক-যুবতীসহ যেকোন বয়সের যেকোন নাগরিক তিনি দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক যেন নিজের ভাবনাকে সর্বোচ্চ সৃজনশীলতার মাধ্যমে কন্টেন্ট রূপে জনসম্মুখে উপস্থাপন করতে পারেন সেই সুযোগ আমরা এর মাধ্যমে তৈরি করে দিতে চাই।’

এ কর্মসূচি উপলক্ষ্যে একটি লিফলেট তৈরি করা হয়। তাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৬ ধাপে এটি সম্পন্ন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীকে নির্দিষ্ট করা ১১টি থিমের মধ্যে একটি নিয়ে রিল বানাতে হবে। রিলের দৈর্ঘ ১ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

তৃতীয় ও চতুর্থ ধাপে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা রিলটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক কোন প্ল্যাটফর্মে অংশ নেবে তা ঠিক করতে হবে এবং রিলটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে।

৫ম ও ৬ষ্ঠ ধাপে বলা হয়েছে, রিলের ক্যাপশনে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। আর শেষ ধাপে রিলের লিংক বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।

রিলের ধরণ হবে, যে কোনো ভিডিও কন্টেন্ট। যেমন- একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, অভিনয় ইত্যাদি। এটি সাবমিশনের সময়সীমা ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বলেও জানান মাহাদী আমিন। তিনি আরও বলেন, এটি মূল্যায়ন পদ্ধতির ৩০ শতাংশ জনমত আর বাকি ৭০ শতাংশ জুরি বোর্ড বিচার করবেন।

প্রতিযোগিতার থিমসমূহ হলো : ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান প্রবাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

মাহাদী আমিন জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ এই কর্মসূচির সবচাইতে বড় চমক হচ্ছে, যারা বিজয়ী হবেন মেধাভিত্তিক সেই বিজয়ের মাধ্যমে আমাদের শীর্ষ ১০ জনকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি অনুষ্ঠানের মাধ্যমে একান্ত আলাপচারিতার সুযোগ দিব।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ,  জিয়া উদ্দিন হায়দার, চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান উপস্থিত ছিলেন।