শিরোনাম

রাজশাহী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ ৩২ ঘণ্টার টানা অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, শিশু সাজিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুর একটার দিকে মায়ের সাথে বের হওয়া সাজিদ এই গভীর নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৫ ফুট গর্ত করেও সাজিদের সন্ধান পায়নি উদ্ধার কর্মীরা। শেষ পর্যন্ত ৪২ ফুট গর্ত করে আজ রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের যৌথ টিম তাকে উদ্ধার করতে সক্ষম হয়।