শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার মাসুম বিল্লাহ ওরফে ভাগিনা মাসুম (৩২) দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ছয় দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মাসুম স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায়, তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ২০ নভেম্বর শরীয়তপুর থেকে মাসুমকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৩০ নভেম্বর এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৭ নভেম্বর আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৮ নভেম্বর নিহত গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজহারনামীয় আসামি করা হয় পাঁচজনকে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়।
এজহারনামীয় আসামিরা হলেন-জনি ভুঁইয়া, সোহেল, সোহাগ, মাসুম ও রোকন। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে আসামিরা গোলাম কিবরিয়াকে হত্যা করেছেন।