শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৫১৩টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৬টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ২২১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৭টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ৮৬টি মামলা হয়েছে। এছাড়াও, অভিযানকালে মোট ৩৭৪টি গাড়ি ডাম্পিং ও ১৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।