বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৪৯

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ উদ্ধার, আটক ২৮৬

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : দেশজুড়ে সাত দিনব্যাপী নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ২৮৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।

আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গত সাত দিনে এসব অভিযানে ২ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪৮০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৭৮ কেজি মাছ এবং ১৪৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করার পাশাপাশি নদী থেকে ১৮৯টি ঝোপঝাড়ও অপসারণ করা হয়েছে। এছাড়া ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বৈধ কাগজপত্র না থাকায় ৮৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০টি মৎস্য আইন, ১০টি বেপরোয়া গতি আইন, ২টি বালুমহাল আইন, ৩টি অপমৃত্যু, ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২টি চুরি, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি অপহরণ, ১টি সামুদ্রিক মৎস্য আইন, ১টি জুয়া আইন এবং ১টি হত্যা মামলাসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৬টি মৃতদেহও উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ উদ্ধার করা অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।