বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৪৩

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

রাজধানীর উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। ছবি: বাসস

ঢাকা (উত্তর), ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দিবস পালিত হয়েছে। ৬০তম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে সিইউ অ্যালামনাই সোসাইটি, উত্তরা গতকাল মঙ্গলবার রাতে উত্তরাস্থ একটি পার্টি সেন্টারে এক আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্যাপন করে। 

প্রতি বছরের মতো এবারও সিইউ অ্যালামনাই সোসাইটি, উত্তরা সফল ও সুশৃঙ্খল আরেকটি আয়োজন সম্পন্ন করলো। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নবীন প্রবীণের এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের ১০ম থেকে ৫২তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের শাহাদাৎ হোসেন। পরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্ব উপস্থাপনা করেন ২৪তম ব্যাচের বিশিষ্ট লেখক মো. ওয়াকিলুর রহমান।

দ্বিতীয় পর্বে ছিল চবির বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথি শিল্পীদের আকর্ষণীয় পরিবেশনা। কেক কাটা, রাতের খাবার পরিবেশন ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 

উত্তরা,ঢাকা,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে চবির প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলনমেলায় অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি ও ঢাকা ১০ আসনে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ঢাকা ১৮ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন চৌধুরী, ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী, এবিএম মহিউদ্দিন, ইউল্যাবের সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, আইইউটির ড. আবুল কালাম আজাদ ও ড. মোহাম্মদ শামসুদ্দিন ফরহাদ, উত্তরা ইউনিভার্সিটি বাংলা বিভাগের প্রধান সালাউদ্দীন কাদের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা বোরহান উদ্দিন ফয়সাল ও ইসমাঈল আহসান, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, মেজবাহ উদ্দিন নাঈম, ফখরুল ইসলাম, রেজাউল করিম, এম ওয়াই মনসুর এবং শাহনাজ হোসাইন। প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি চবিয়ানদের এক মিলনমেলায় পরিণত হয়।