শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা ও তার প্রধান সহযোগী সম্পর্কে ঘোষিত রায়ের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে এবং এটি দেশে স্বৈরতন্ত্র রোধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জনতার ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছিলো, এই রায় তার বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করলো।
তিনি উল্লেখ করেন, পতিত ফ্যাসিবাদ একটি বিস্তৃত অপরাধচক্র তৈরি করেছিলো, যার প্রধান সম্পর্কে একটি মামলার রায় ঘোষণা হয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব অপরাধীকেই আইনের আওতায় আনতে হবে।
মহাসচিব বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এবং শহীদ পরিবার ও আহতদের প্রতি গভীর সম্মান ও সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে এবং সকল অপরাধের বিচার সম্পন্ন হবে বলে তারা প্রত্যাশা করেন। রায় ঘোষিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। এদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার পাশাপাশি তিনি দেশবাসীকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। তিনি দোয়া করেন আল্লাহ তায়ালা বাংলাদেশকে চিরশান্তিময় করে তুলুন।