বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ

ছবি : বাসস

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎ রিং শাইন টেক্সটাইল লিমিটেড (ডিইপিজেড)-এর চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দের প্রতিষ্ঠানের ৩৫টি বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

এসব বিও একাউন্টে ১৭২ কোটি ১৫ লাখ ৪৮ হাজার টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দুদক-এর উপ-সহকারি পরিচালক রুবেল হোসেন আবেদনে উল্লেখ করেছেন।

আজ দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে মো. আব্দুল কাদের ফারুক এবং রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান, বাবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ  করা একান্ত প্রয়োজন। 

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদমূহ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে। অস্থাবর সম্পদমূহ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। 

এই কারণে, অস্থাবর সম্পদমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। 

এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল কাদের ফারুক এবং রিং পাইন টেক্সটাইলের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দের প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধের আদেশ দানের জন্য অনুরোধ করা হলো।