শিরোনাম

গোপালগঞ্জ, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি গোপালগঞ্জ জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আনন্দ শোভাযাত্রা করেছেন নব ঘোষিত দলের নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সভায় বক্তব্য দেন মুখ্য সংগঠক মো. আবু বাকের সিদ্দিক রায়হান, সদস্য সচিব আবু হানিফ শিকদার ও আহ্বায়ক দ্বীন ইসলাম।
বক্তারা নব ঘোষিত আহ্বায়ক কমটিকে সামনে এগিয়ে নিতে ও সংগঠনটির কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম আগামী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।