শিরোনাম

ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৫ (বাসস): আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা আফতাবের আয়কর নথির বিবরণী এবং এর সাথে থাকা আনুষঙ্গিক কাগজপত্র মামলার তদন্ত সংস্থা সিআইডিকে দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ‘কর অঞ্চল-৮’ কে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ সিআইডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সিআইডি’র পক্ষে আবেদনটি করেন সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা আফতাবের বিরুদ্ধে আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ বাণিজ্য ও বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচারের অনুসন্ধান চলমান আছে।
অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার ২০১০ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথির বিবরণী ও এর সাথে থাকা আনুষঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক।