বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৬:১৬

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভাবনা

সোমবার জাইকার একটি প্রতিনিধিদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। ছবি: বাসস

কুমিল্লা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিদর্শন করেছেন। 

গতকাল সোমবার সফরকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষাদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করে।

ভবিষ্যতে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন—জাইকা বিশেষজ্ঞ শোজি আকিহিরো ও কাতসুকি নাহু, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান এবং আইসিটি সেলের পরিচালক ড. মো. মেহেদী হাসান।

বৈঠকে জানানো হয়, জাইকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘আইসিটি শিল্প এবং নতুন উদ্ভাবনের প্রচারের জন্য আইসিটি ইঞ্জিনিয়ারদের উন্নয়ন প্রকল্প’ এর আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষককে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং ও ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষকরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এ প্রকল্পের সুফল পাবে।

উপাচার্য বৈঠকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (এনআইআই), জাপানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা জোরদার ও প্রযুক্তি উদ্ভাবন খাতে শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জাইকা প্রতিনিধি দল এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করে।

প্রতিনিধিদল পরিদর্শনকালে প্রকৌশল অনুষদের চলমান কার্যক্রম, ল্যাব সুবিধা, গবেষণার অগ্রগতি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবন বৃদ্ধিবিষয়ক পরিকল্পনা সম্পর্কে অবগত হয়।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়ন খাতে জাইকার সম্ভাব্য সহযোগিতা নিয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।