শিরোনাম

নীলফামারী, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় উত্তরা ইপিজেডের বন্ধ থাকা চারটি কারখানা খুলবে আগামীকাল মঙ্গলবার থেকে।
গত ২৬ অক্টোবর শ্রমিক আন্দোলনের মুখে চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে কয়েক দফায় মালিক শ্রমিক এবং বেপজা কর্তৃপক্ষ আলোচনা করে আজ সোমবার কারখানা খোলার সিদ্ধান্ত হয়।
গত ২৫ অক্টোবর বেতন ভাতা এবং ওভারটাইম বৃদ্ধির দাবিতে উত্তরা ইপিজেডের দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামে। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর থেকে এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ।
এবিষয়ে সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম জানান, গত ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ছিল। এরপর শ্রমিকদের সঙ্গে আলোচনায় সমঝোতা হলে আগামীকাল মঙ্গলবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত হয়। ওই কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানান তিনি।
ইপিজেড সূত্র জানায়, শ্রমিক ধর্মঘটের প্রেক্ষিতে গত ২৬ অক্টোবর বাংলাদেশ ইপিজেড শ্রম আইন অনুযায়ী ওই চার কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর মালিক-শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে ওই চার কারখানা খোলার সিদ্ধান্ত হয়।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার থেকে বন্ধ থাকা চার কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব কারখানার শ্রমিকদের যথা নিয়মে কাজে যোগদানের নোটিশ জারি করা হয়েছে।