শিরোনাম

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কুষ্টিয়ায় গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ আদেশ দিয়ে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ান।
এ মামলায় হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন—ু কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
গত ৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয়জন। একইসঙ্গে আহত হন বেশ কয়েকজন।