শিরোনাম

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র গণমাধ্যম কর্মচারী ফেডারেশন।
আজ মঙ্গলবার সকালে বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় সংগঠন দু’টি সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নেরও দাবি জানায়।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে এই সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সংবাদপত্র গণমাধ্যম কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার।
সভাটি পরিচালনা করেন ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সংবাদপত্র শিল্পের টেকসই উন্নয়ন ও গণমাধ্যম কর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে ওয়েজবোর্ড ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের জন্য গঠিত ওয়েজবোর্ড সংবাদপত্র শিল্পের আইনি ভিত্তি হিসেবে কাজ করে, যা সাংবাদিকতা পেশাকে আরও পেশাদার ও স্থিতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।
বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যম কর্মীদের বেতন-কাঠামো হালনাগাদ করা প্রয়োজন। তাই দ্রুততম সময়ে দশম ওয়েজবোর্ড গঠন এবং নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সভায় সংবাদপত্র শিল্পের সংশ্লিষ্ট পক্ষসমূহের মতামত নিয়ে নতুন ওয়েজবোর্ড গঠন করা ও গণমাধ্যম খাতের টেকসই উন্নয়নে বাস্তবসম্মত নীতি প্রণয়ন জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান ও বেলায়েত হোসেন প্রমুখ।