শিরোনাম
ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক প্রধান কার্যালয়ে আজ এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। এ মামলার অনুসন্ধানের দায়িত্বে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।
দুদক জানায়, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। একই সঙ্গে তার নামে ৬টি ব্যাংকের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামীয় ৮টি হিসাবে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তের বৈধ আয়ের উৎস থেকে অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ৯৮ লাখ ১ হাজার ২৩০ টাকা, অথচ অনুসন্ধানে তার সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৫৫৪ টাকা। সর্বশেষ আয়কর নথিতে উল্লিখিত নিট সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৯৬ টাকা।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে মর্মে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।