বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর কারাগারে

ফয়জুর রহমান বাদল। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবীনগর উপজেলা সভাপতি ফয়জুর রহমান বাদলকে (৫৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা কলেজে ছাত্রলীগের সঙ্গে জোট বেধে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট ও জখম করে। এ ঘটনায় সজিব উদ্দিন বাদী হয়ে নিউমার্কেট থানায় চলতি বছরের চার ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন।