বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২

ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ

ফাইল ছবি

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫(বাসস): চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

কামাল মজুমদারের জামিন চেয়ে তার আইনজীবীর করা আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। তবে বার্ধক্য ও নানা অসুস্থতা বিবেচনায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কি না সে বিষয়ে ট্র্যাইব্যুনাল-১ আগামীকাল আদেশের দিন ধার্য করেছেন।

ট্র্যাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান। আর প্রসিকিউসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।