বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯

পানির স্তর স্বাভাবিক থাকায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পানির স্তর স্বাভাবিক থাকায় দীর্ঘ ১১ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট।

আজ শুক্রবার সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

ব্যবস্থাপক আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.২২ ফুট মীনস সি লেভেল থাকায় অর্থাৎ বিপৎসীমার নিচে থাকায় সকাল ৮ টায় কেন্দ্রের ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে। 

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।