শিরোনাম
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস): হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।
গতকাল আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তাকে নির্ধারিত তারিখে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা গত ২৫ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং শপথ গ্রহণ করেন।