বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৩৫

২ ফেব্রুয়ারি কক্সবাজার আসবেন জামায়াত আমির, ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

আজ সন্ধ্যায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। ছবি: বাসস

কক্সবাজার, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচনী সফরে কক্সবাজার আসবেন। তার এই সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।  

আজ সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জেলার চারটি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীগণ। সমাবেশে জেলার নয় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেবেন।

সারা দেশের মতো জেলার চারটি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, এমন প্রেক্ষাপটে জামায়াত আমিরের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার চারটি আসনেই জামায়াত বিজয় লাভ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।