বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৫

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে কাঁকড়া জব্দ

সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। ছবি: বাসস

খুলনা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার টাকা।

আজ মঙ্গলবার সকালে তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কয়রা স্টেশনের সদস্যরা সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়। জব্দকৃত কাঁকড়া কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বাসসকে বলেন, সুন্দরবনে চোরাকারবারিদের ব্যাপারে বন বিভাগসহ অন্যান্য বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।