বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ২৩:২৭

ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ এম.এ. কামালকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ডাঃ ফারুক আহমেদকে এই হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।

একইসাথে, মহাখালী কমপ্লেক্স শাখা ড্যাবের কমিটি বাতিল করা হয়।

আজ ড্যাব কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ  ও মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।