শিরোনাম
ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পৃথক চারটি অভিযানে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিভিন্ন চিত্র উদঘাটন করেছে।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নকশা পরিবর্তন, অবৈধভাবে প্লট তৈরি ও বরাদ্দ এবং রাজউকের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় মিরপুরে দুর্নীতির মাধ্যমে ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, মিরপুর-১, বক্সনগর এলাকার একটি ভবন অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়নি এবং প্রয়োজনীয় সেট-ব্যাক রাখা হয়নি। ফলে রাজউক কর্তৃপক্ষ ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং পূর্বাচল প্রকল্পের নকশা পরিবর্তন ও প্লট বরাদ্দ সংক্রান্ত রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
অন্যদিকে রংপুর সদর উপজেলায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়। ঘটনাস্থল পরিদর্শন, রেকর্ড সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এছাড়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় অনিয়ম, হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালানো হয়। টিম ছদ্মবেশে রোগীদের সঙ্গে আলাপ ও বিভিন্ন বিভাগ পরিদর্শনে দেখতে পায় যে, রোগীদের খাবার ডায়েট চার্ট অনুযায়ী নয় বরং অর্ধেক পরিমাণে সরবরাহ করা হচ্ছে, দেশি মুরগির নামে বিল দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগি দেয়া হচ্ছে এবং ওষুধের রেজিস্ট্রারের সঙ্গে বাস্তব মজুদের গরমিল রয়েছে। হাসপাতালের ওয়াশরুমগুলোও ছিল অপরিচ্ছন্ন এবং অনেক রোগী নিয়মিত খাবার পাচ্ছেন না। দুদক টিম এসব অনিয়ম দূরীকরণে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, খাবার সরবরাহে স্বচ্ছতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করেছে।
এদিকে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে পরিচালিত অভিযানে ৪ জন দালালকে আটক করা হয়। টিম সকাল থেকে ছদ্মবেশে অফিসে অবস্থান করে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রমাণ সংগ্রহ করে। পরে উপজেলা সেটেলমেন্ট অফিসার বাদী হয়ে থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন এবং আটককৃতদের পুলিশে সোপর্দ করেন। দালালচক্রের সঙ্গে দপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না তা যাচাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।