শিরোনাম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দেশের তিনটি স্থানে পৃথক অভিযানে জমি জালিয়াতি, স্বাস্থ্যসেবায় অনিয়ম এবং বিদ্যালয়ের খেলার মাঠ দখলের অভিযোগ অনুসন্ধান করেছে।
দুদক জানায়, ময়মনসিংহে পাট গুদামের সরকারি জমি জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান চালায়। এ সময় ময়মনসিংহ সদরের সাব-রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ পাট কর্পোরেশন ও সিনিয়র সহকারী জজ আদালত থেকে প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ এবং কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে দেখা যায়, অসাধু উদ্দেশ্যে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের প্রায় ৮৪ শতাংশ জমির দলিল সৃজন করা হয়েছে। দুদকের অভিযানের পর আদালত বিতর্কিত জমি বিক্রির দলিলের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ একটি ফলোআপ অভিযান চালায়। এ সময় টিম ছদ্মবেশে আউটডোর ও ইনডোর সেবাদান, চিকিৎসক ও স্টাফদের উপস্থিতি, রোগীদের অভিজ্ঞতা এবং অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ যাচাই করে। অভিযানে ধীরগতির সেবা, ডাক্তার হাজিরা তালিকায় অসঙ্গতি ও ওয়ার্ডের অপরিচ্ছন্নতা ধরা পড়ে। দুদকের পর্যবেক্ষণের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দায়িত্বরত চিকিৎসক সেবার মানোন্নয়নের আশ্বাস দেন।
অন্যদিকে চট্টগ্রামে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ব্যক্তিমালিকানায় বিক্রির অভিযোগে দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ অভিযান পরিচালনা করে। এ সময় সংশ্লিষ্ট ভূমি অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জমির মালিকানা সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করা হয় এবং মাঠ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরবর্তী ধাপে সেটেলমেন্ট অফিসসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে রেকর্ড যাচাই করা হবে।
অভিযানগুলোতে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র যাচাই-বাছাই শেষে দুদক কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।