শিরোনাম
টাঙ্গাইল, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ৩১ দফায় নারীদের কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে মায়েদের নামে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে।
তিনি আরও বলেন, নারীদের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির দেয়া ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে। যাতে করে মা বোনেরা কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন। এতে মা বোনদের সংসার চালাতে সহজ হবে।
এলাকাবাসীর আয়োজনে শহরের আশিকপুরে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগমূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু , জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির।