শিরোনাম
মুন্সীগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক মাদবর (৭৭) জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের মৃত রহমালী মাদবরের ছেলে।
পুলিশ জানায়, ইসহাক মাদবর রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।