বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৫:১১

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ছবি: বাসস

রাজশাহী, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু’র প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। শুরুর দুই ঘণ্টায় কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন ফরম সংগ্রহ করেন। দুপুরে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধির ফরমের মূল্য ৩০০ টাকা এবং হল সংসদের ফরমের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ২৩টি, সিনেটে ছাত্র প্রতিনিধির  ৫টি এবং হল সংসদে ১৭টির মধ্যে ১৫টি পদে নির্বাচন হবে। মনোনয়ন বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ২৮ আগস্ট মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন হবে।

গত ১৯ আগস্ট রাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, ছাত্র ভোটার ১৫ হাজার ১৫১ জন ও ছাত্রী ভোটার ৯ হাজার ৭৪১ জন। মোট ভোটারের ৬১ শতাংশ ছাত্র এবং ৩৯ শতাংশ ছাত্রী ভোটার রয়েছেন। এর আগে খসড়া ভোটার ছিল ২৫ হাজার ১২৭ জন। চূড়ান্ত ভোটার তালিকায় আইবিএ-এর ২২১ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। খসড়া তালিকা থেকে ৪৫৬ জন ভোটার বাদ পড়েছেন।

২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা-বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা-বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এছাড়া ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণার কথা রয়েছে।