বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ২০:২২

আলমগীর মহিউদ্দিনের ইন্তিকালে জামায়াত সেক্রেটারির শোক

আলমগীর মহিউদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশ বরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত জ্যেষ্ঠ সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।

আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।