বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১২:১৯
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫:১২

জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন

শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি: বাসস

ঢাকা (উত্তর), ২৩ আগস্ট ২০২৫ (বাসস) : জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

আজ সকাল ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আনোয়ারউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং বিশেষ অতিথি অধ্যাপক ড. নাজমা খান মজলিশ। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির এবং একেএম রফিকুন্নবী। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মণ্ডল।

উল্লেখ্য, ৩৬ জুলাই বিপ্লবের প্রেরণা ও উজ্জীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে।