শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
গ্রেফতারকৃত আসামি হলেন- সাখাওয়াত হোসেন (৪২)। আজ সকাল ৬টা ৩১ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপলিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রদত্ত আউটপাসে দেশে ফেরেন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। চার্টার ফ্লাইট (ইউ জেড-২২২) যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য লিপিবদ্ধকরণের সময় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় সাখাওয়াতকে গ্রেফতার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সাখাওয়াত দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট ও কিশোরগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- সাখাওয়াত হোসেন ৪০০ থেকে ৫০০ বাংলাদেশী নাগরিককে চারটি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করানোর কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে সে ও তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। বিদেশে উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিল তারা।