বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৭:৪০

শিগগিরই তারেক রহমান দেশে এসে রাজনীতির হাল ধরবেন : আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আজ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : বাসস

বরিশাল, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশের মাটিতে এসে রাজনীতির হাল ধরবেন।

তিনি আজ বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল আরো বলেন, ‘গত ১৭ বছরে দেশে গণতন্ত্র, মত-প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত করা হয়েছে। এর বিরুদ্ধে বিএনপি এখনো ঐক্যবদ্ধ। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করবো।’

তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, বরিশালের মানুষ একটি ঐতিহাসিক বিপ্লবের অন্তর্ভূক্ত। ১৯৬৯ সালে বরিশাল জেলার বানাড়িপাড়া উপজেলার স্বরূপকাঠি পেয়ারা বাগান এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারই প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু করেছিলেন। এটা ছিল তার ঐতিহাসিক বিপ্লবের ইতিহাস। তারপরের ইতিহাস কম বেশি আপনারা জানেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক অরুপ তালুকদারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।