বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৭:১৪

দেশ গঠনে বিজিবি’র প্রতিটি সদস্যকে মহৎ কাজে অংশগ্রহণ করতে হবে : ডিজি 

ছবি : পিআইডি

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি’র প্রতিটি সদস্যকে দেশের সকল মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। 

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর প্রতিপাদ্য—‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা ঐতিহ্যগতভাবে মাছে-ভাতে বাঙালি। আমাদের আমিষের চাহিদার ৬০ শতাংশ মাছ থেকে আসে। মাছের আমিষ অন্য যে কোনো প্রাণীজ আমিষের চেয়ে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য ভালো। শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, মাছ চাষ আয়বর্ধক কর্মসংস্থানেরও একটি অন্যতম উৎস। 

এ সময় বিজিবি’র ডিজি মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি’র প্রতিটি স্থাপনার পুকুর-জলাশয় সংস্কার করে সেখানে মাছ চাষের আহ্বান জানান। 

বিজিবি মহাপরিচালক দেশি মাছ চাষ করে আমিষের ঘাটতি পূরণের মাধ্যমে মেধাসম্পন্ন জাতিনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে মৎস্য সপ্তাহ-২০২৫ সফল করার আহ্বান জানান।

বিজিবি’র মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তাবৃন্দ, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ ও অসামরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।