বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১১:২১

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: সারাদেশে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ এসব কর্মসূচির অংশ ছিল।

গতকাল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুরসহ দেশের সব সাংগঠনিক বিভাগের থানা, উপজেলা ও পৌরসভা শাখায় একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসবের বিস্তারিত বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের নতুন কমিটি করা হয়। বর্তমানে দলটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

এছাড়া বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।