শিরোনাম
ঢাকা (উত্তর), ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আহত ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।’
তিনি বলেন, ‘এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কেউ ক্ষতিপূরণ সম্পর্কে কিছু বলেনি। তদন্ত কমিটির প্রতিবেদনও আমরা জানি না। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা প্রথম দিন থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি।’
আজ বুধবার বিকেলে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে মাইলস্টোন দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষিকার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মৌসুমি ফল ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা দলীয়ভাবে ও ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে যাচ্ছে বলে জানান এ্যানী।
তিনি আরো বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।’
প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, আশরাফুল ইসলাম, নুরে জান্নাত ইউশা এবং শিক্ষিকা সুমাইয়া রহমান ল্যারিন দগ্ধ হন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম. কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সদস্য সচিব কৃষিবিদ মোখছেদুল মোমিন মিথুন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মুসলেম উদ্দিন, মোস্তফা সরকার, মীর হুসাইন মূসা, তুরাগ থানা বিএনপির জহিরুল ইসলাম, আলমাছ আলী, চান মিয়া বেপারী ও আলী আহমেদ প্রমুখ।