শিরোনাম
ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : আলজেরিয়ার স্বাধীনতার সংগ্রামের সময় পরপর দুই বছরের একই দিনে অর্জিত দুটি ঐতিহাসিক ঘটনা স্মরণে বুধবার ঢাকায় আলজেরিয়ার দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় মুজাহিদ দিবস’ পালিত হয়েছে।
আজ বুধবার দূতাবাস প্রাঙ্গণে আলজেরিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমের দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাসমা বেনতালেব এ পতাকা উত্তোলন করেন।
এসময় কূটনীতিক, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম প্রতিনিধি এবং বাংলাদেশের সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের মাধ্যমে ১৯৫৫ সালের ২০ আগস্টের নর্থ কনস্ট্যান্টাইন আক্রমণ এবং ১৯৫৬ সালের ২০ আগস্টের সুম্মাম সম্মেলনের দ্বৈত বার্ষিকী স্মরণ করা হয়। এ দুটি ঘটনা আলজেরিয়ার মুক্তি আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
মূল বক্তব্যে বেনতালেব ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি কনস্ট্যান্টাইন অভুত্থান পরবর্তী ভয়াবহ দমন-পীড়নের কথা স্মরণ করেন। ওই সময় এর জন্য চড়া মূল্য দিতে হলেও তা জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
তিনি সুম্মাম সম্মেলনের রূপান্তরমূলক ভূমিকাও তুলে ধরেন, যা বিপ্লবের রাজনৈতিক ও সামরিক কাঠামোকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে এবং আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারের পথ প্রশস্ত করে।
প্রতিরোধ, ঐক্য ও দূরদর্শিতার স্থায়ী মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করে বেনতালেব বলেন, মুজাহিদ দিবস আলজেরিয়ার দৃঢ়তার স্মারক এবং বিশ্বব্যাপী স্বাধীনতার জন্য সংগ্রামরত জনগণের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।