বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৭:১২

মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গেছেন জামায়াত নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান। এ সময় তাদের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তা’আলার নিকট দোয়া করেন। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বার্তায় আজ এ সব কথা বলা হয়।