শিরোনাম
ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. তারেককে (২১) গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-গুলশান বিভাগ।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ওয়ারী থানার নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি’র গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকার দিকে প্রবেশ করছে। পরে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তারেককে গ্রেফতার করা হয়।
তারেক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় নিয়ে আসত। তারপর ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।