শিরোনাম
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন।
এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল রেডিসনের মাধবী কনফারেন্স হলে মনোনীত প্রশিক্ষণার্থীদের জন্য ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোনীত ৩৫ জন প্রশিক্ষণার্থী ‘ট্রেইনিং কোর্স অন দ্যা প্রিজারভেশন এন্ড রেস্টোরেশন টেকনিকস অফ আর্টিস্টিক প্রোডাক্ট ফর বাংলাদেশ’ ও ‘সেমিনার অন অপারেশনাল ক্যাপাসিটি বিল্ডিং অফ বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম’ শীর্ষক প্রশিক্ষণের উদ্দেশ্যে ঢাকা থেকে চীনের বেইজিং যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সংস্কৃতি সচিব মো: মফিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টার পরামর্শক ফয়জুল লতিফ চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা, চীন দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোঃ সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. কে. এম. আব্দুল্লাহ খান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ১৫ জন, জাতীয় জাদুঘর থেকে ২০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। আগামী ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চীনের সেন্ট্রাল একাডেমি অফ কালচারাল এন্ড ট্যুরিজম এ্যাডমিনিস্ট্রেশনে প্রশিক্ষণার্থীরা দুটো বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়, দক্ষতা উন্নয়ন, মিউজিয়াম ম্যানেজমেন্ট, কমিউনিটি ও শিল্পকর্ম সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন।