শিরোনাম
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী পলাশ হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলামকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার বিকেলে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট যাত্রাবাড়ী থানার কাজলা পেট্রোল পাম্পের সামনে অন্যান্যদের সঙ্গে আন্দোলনে অংশ নেন পলাশ হোসেন। এসময় আসামিদের ছোঁড়া গুলিতে তিনি আহত হন। এ ঘটনায় গত ২০ এপ্রিল যাত্রাবাড়ী থানায় পলাশ বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলায় দায়ের করেন। মামলায় শরীফুল ইসলাম এজহারনামীয় ৩১ নম্বর আসামি।