বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪২

সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে ৩ জেলায় দুদকের অভিযান

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : কুড়িগ্রাম, ঢাকা ও শরীয়তপুর জেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সম্পত্তিতে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অভিযানকালে জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন ৭৪টি দোকানঘর পরিদর্শন করা হয়। 

দোকান মালিকদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে দোকান হস্তান্তর বা ভাড়া দিয়েছেন। অধিকাংশ বরাদ্দগ্রহীতার কাছে বিপুল ভাড়া বকেয়া রয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, জেলা ক্রীড়া সংস্থার একজন কর্মচারী নিয়মবহির্ভূতভাবে বরাদ্দপ্রাপ্ত দোকান হস্তান্তর করেছেন এবং একজন কর্মচারীর নামেও দোকান বরাদ্দ রয়েছে। জেলা ক্রীড়া কর্মকর্তার উপস্থিতিতে দোকান বরাদ্দ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। 

এছাড়া ঢাকা ওয়াসা-তে অভিযানকালে সরকারি অর্থ আত্মসাত ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অফিস থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযোগের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের মালিকানাধীন অ্যাপার্টমেন্ট সরেজমিনে পরিদর্শন করা হয়। 

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযানকালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। ভর্তি রোগীদের নিয়মিত রাতের খাবার না দেওয়া এবং বাথরুমসহ বিভিন্ন ফ্লোর অপরিষ্কার অবস্থায় থাকার তথ্য পাওয়া গেছে। দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন কাজ সম্পর্কিত নথি সংগ্রহ করা হয়েছে।